২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাঞ্ছারামপুরে ভোটের আগেই ভোট

বাঞ্ছারামপুরে ভোটের আগেই ভোট - ছবি : সংগৃহীত

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক ভিন্ন আমেজ হয়ে গেলো ‘ভোটের আগেই ভোট’। ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়াম হল রুমে গত তিন দিনে ৯টি ইউনিয়নের ৪ হাজার ৭৫২ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী নির্ধারণ করেছেন।

স্থানীয় এমপি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম গত বুধবার তিন দিনের এ ব্যতিক্রম ভোটের উদ্বোধন করেন, শেষ হয় শুক্রবার রাত ৮টায়। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল র‌্যাব-পুলিশ। এক উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কাউন্সিলররা তাদের ভোট প্রধান করেন। এ ভোট নির্বাচন কমিশন ঘোষিত কোনো ভোট নয় বলে জানান দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার ১১টি ইউনিয়নের ভোট হওয়ার কথা রয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটির কাউন্সিলররা গোপন ভোটের মাধ্যমে ৯টি ইউনিয়নে দলীয় প্রার্থী নির্ধারণ করেছেন। উজানচর ইউনিয়নে কাজী জাদিদ আল রহমান জনি ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে আমিনুল ইসলাম তুষার একক প্রার্থী থাকায় দলীয় প্রার্থী নির্ধারণ করতে কোনো ভোট হয়নি। যারা তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছেন-দড়িকান্দি- মির্জা সফিকুল ইসলাম স্বপন ( ৩৭৮), এ কে এম জাকারিয়া খোকন (০৬৩), তেজখালী ইউনিয়নের শহিদুল হক বাবুল (৩৪০), গাজী ফায়জুর রহমান (০৭৩), পাহারিয়াকান্দি-মো: গাজিউর রহমান (৩৫১), মো: জাকির হোসেন (০৪১), ফরদাবাদ- মো: রাশেদুল ইসলাম (১০৭), আ. আজিজ (৯৭), রুপসদী হাজী মো: আব্দুল হাকিম (২৫১), মো: দেলোয়ার হোসেন (১৬২), ছলিমাবাদ- মো: জালাল মিয়া (১৩২), আ. মতিন (১১৭), মানিকপুর-ফরিদ উদ্দিন আহম্মেদ (১৪১), মো: আব্দুর রশিদ (১২৮), বাঞ্ছারামপুর উত্তর- মো: আব্দুর রহিম (১৭১) ও খোরশেদ আলম (১৩৩) ভোট।

ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেন, তৃণমূলে গণতন্ত্র সুসংগঠিত করতে এই পদ্ধতি বেছে নেয়া হয়েছে। তৃণমূল নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ। এই ফলাফলই মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। বিভিন্ন জরিপের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করবেন। তবে আমাদের নেত্রী তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নে নতুন মডেল সৃষ্টি করতে এবং তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ণ ও গণতান্ত্রিক চর্চা পৌঁছে দিতেই ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি ব্যক্তিক্রম এ পদ্ধতি বেছে নিয়েছেন।


আরো সংবাদ



premium cement