২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শিশু আরাফাত হত্যা : জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশের রিভিউ খারিজ

শিশু আরাফাত হত্যায় জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশের রিভিউ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। - ফাইল ছবি

নোয়াখালীর সুধারামের গোপীনাথপুর গ্রামের ৯ বছরের শিশু আরাফাত হোসেনকে হত্যা মামলায় আসামি মো: জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আনা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী এ বি এম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

গত ৮ জুলাই তার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেন আসামি জাহাঙ্গীর।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ১৩ মার্চ সন্ধ্যার পর গোপীনাথপুর গ্রামের শিশু এবং মাইজদী নুরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র আরাফাত হোসেনকে (৯) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার পর পাশের কবরস্থানে ফেলে রাখে জাহাঙ্গীর। নৃশংস ওই ঘটনায় আরাফাতের বাবা বাবুল খান মামলা দায়ের করেন। আসামি জাহাঙ্গীর হত্যার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে জাহাঙ্গীর শিশু আরাফাতের বাবার কাছে জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যা করেন বলে স্বীকার করেন।

এ মামলায় বিচার শেষে ২০০৮ সালের ২৮ জুলাই নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। পাশাপাশি আসামিও আপিল করে। ২০১৩ সালের ১৮ নভেম্বর জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে জাহাঙ্গীর। সেই আপিল ৮ জুলাই খারিজ করে দেন আপিল বিভাগ। আপিলের রায় রিভিউ চেয়ে আবেদন করেন আসামি। আজ রিভিউ খারিজ (ডিসমিসড) করে আদেশ দেন আপিল বিভাগ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল