২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শিশু আরাফাত হত্যা : জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশের রিভিউ খারিজ

শিশু আরাফাত হত্যায় জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশের রিভিউ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। - ফাইল ছবি

নোয়াখালীর সুধারামের গোপীনাথপুর গ্রামের ৯ বছরের শিশু আরাফাত হোসেনকে হত্যা মামলায় আসামি মো: জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আনা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী এ বি এম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

গত ৮ জুলাই তার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেন আসামি জাহাঙ্গীর।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ১৩ মার্চ সন্ধ্যার পর গোপীনাথপুর গ্রামের শিশু এবং মাইজদী নুরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র আরাফাত হোসেনকে (৯) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার পর পাশের কবরস্থানে ফেলে রাখে জাহাঙ্গীর। নৃশংস ওই ঘটনায় আরাফাতের বাবা বাবুল খান মামলা দায়ের করেন। আসামি জাহাঙ্গীর হত্যার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে জাহাঙ্গীর শিশু আরাফাতের বাবার কাছে জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যা করেন বলে স্বীকার করেন।

এ মামলায় বিচার শেষে ২০০৮ সালের ২৮ জুলাই নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। পাশাপাশি আসামিও আপিল করে। ২০১৩ সালের ১৮ নভেম্বর জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে জাহাঙ্গীর। সেই আপিল ৮ জুলাই খারিজ করে দেন আপিল বিভাগ। আপিলের রায় রিভিউ চেয়ে আবেদন করেন আসামি। আজ রিভিউ খারিজ (ডিসমিসড) করে আদেশ দেন আপিল বিভাগ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু

সকল