২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মুরাদনগরে সিএনজিচালক হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

গ্রেফতার তিনজন। - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের পর ডোবা থেকে হেলাল উদ্দিন (২২) নামের এক সিএনজিচালকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নবীপুর গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪), একই গ্রামের আলী আকবরের ছেলে জাহাঙ্গীর (২১) ও আবু তাহেরের ছেলে এরশাদ (২৯)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে প্রথমে এজাহারনামীয় ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ ও ৩ নম্বর আসামিসহ ঘটনায় জড়িত অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারকৃত পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রি-স্টার ব্রিকস ফিল্ডের পাশের একটি ডোবা থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর হেলাল উদ্দিন (২২) নামের এক সিএনজিচালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল উদ্দিন উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। এ ঘটনায় ওইদিনই পাঁচজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন নিহতের বড় ভাই জালাল উদ্দিন।


আরো সংবাদ



premium cement
চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে

সকল