২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চৌমুহনীতে ১৪৪ ধারা জারি

- প্রতীকী ছবি

নোয়াখালীর চৌমুহনী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, গুলি ও টিয়ার শেল নিক্ষেপের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনীতে ১৪৪ ধারা জারির মাধ্যমে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিধিনিষেধ জারি করা হয়।

এতে বলা হয়েছে, নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে শনিবার সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বর্তমানে শহরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। দুপুরে মুসুল্লিদের সাথে পুলিশের সংঘর্ষের পর বর্তমান পরিস্থিতি থমথমে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।


আরো সংবাদ



premium cement