২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মক্কা শরীফকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাসের প্রতিবাদে বিক্ষোভ, আটক ১

কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। - ছবি : নয়া দিগন্ত

পবিত্র মক্কা শরীফকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবি রায় (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল ৩টায় উপজেলার অরুয়াইল বাজার থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন।

রবি রায় অরুয়াইল এলাকার মৃত অবনী রায়ের ছেলে ও স্থানীয় বাজারের মুদি দোকানদার।

রবি রায়ের এ ফেসবুক পোস্ট নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং বিক্ষোভ মিছিল বের হয়।

রবি রায়ের চাচাতো ভাই স্বরজিত কুমার রায় জানান, ‘রবি রায়ের আপন বড় ভাই রতন রায়ের হ্যাক করা আইডিতে রতন রায়ের নাম পরিবর্তন করে ছোট ভাই রবি রায়ের নাম লিখে স্থানীয় হ্যাকাররা ইসলাম ধর্মকে কটাক্ষ করে এই পোস্টটি করেছে। এলাকায় হিন্দু-মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করাই তাদের উদ্দেশ্য। যেহেতু তার বড় ভাই রতন আইসিটি মামলায় এখনো জেলে আছে তাই রবি রায় এ কাজ করবে বিশ্বাস হয় না।’

রবি রায় নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে রবি রায়ের বড় ভাই কাপড় ব্যবসায়ী রতন রায় (৩৯) ইসলাম ধর্মকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়ে বর্তমানে জেলে আছেন।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল