২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
বিশ্ব পর্যটন দিবস

এক সপ্তাহ ধরে পানির নিচে তলিয়ে আছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজটি

এক সপ্তাহ ধরে পানির নিচে তলিয়ে আছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজটি - ছবি : নয়া দিগন্ত

আজ বিশ্ব পর্যটন দিবস। পাহড়ের পর্যটনের রয়েছে বিশাল সম্ভাবনা। পাহাড়ের গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিবেশগত ভারসাম্য বজায় রেখে পর্যটন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এর সুফল যাতে স্থানীয় জনগোষ্ঠী ভোগ করতে পারে সে লক্ষ্যে গড়ে উঠেছে পাহাড়ের পর্যটন শিল্প। কিন্তু করোনা মহামারী আর প্রাকৃতিক দুর্যোগে পর্যটন ব্যবসা চরম ক্ষতির মুখে পড়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাঙ্গামাটির পর্যটন করপোরেশনের সেই আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজটি গত এক সপ্তাহ ধরে পানিতে তলিয়ে আছে।

রাঙ্গামাটি পর্যটনের আনন্দ উপভোগ থেকে পর্যটকদের বঞ্চিত করে রেখেছে। রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে থাকা ওই ঝুলন্ত ব্রিজ থেকে পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকে পলওয়েল পার্ক, আরন্যক রির্সোট, সুভলং ঝর্নায় গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা।

এমন প্রেক্ষাপটে আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশসন ও রাঙ্গামাটির পর্যটন করপোরেশনের আলোচনা সভার আয়োজন করেছে।


আরো সংবাদ



premium cement