২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
ফেনীতে সুজনের গোলটেবিলে বিশিষ্টজনরা

জনগণের তথ্য পাওয়ার অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে

তথ্য অধিকার দিবস উপলক্ষে ফেনীতে সুজনের আলোচনা সভা। - ছবি : নয়া দিগন্ত

ফেনীতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা বলেছেন, তথ্য পাওয়া মানুষের অধিকার- সরকারের উচিৎ তা নিশ্চিত করা। রাষ্ট্রের কাছে কথা বলার অধিকার চায় মানুষ। আইনে তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার বিধান, আইনের পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ এর ধারাসহ বাকস্বাধীনতার পরিপন্থী অন্যান্য ধারা বাতিল, তথ্য পাওয়ার ক্ষেত্রে আলাদা ডেস্ক তৈরি ও অনলাইন ব্যবস্থা চালু করার দাবি জানান তারা।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সোমবার ফেনী শহরের ফুড ল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক রফিক রহমান ভূঞা, সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আবু তাহের। মূল প্রবন্ধ পাঠ করেন সুজন ও দি হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক সৈয়দ নাসির উদ্দিন।

সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লক্ষন বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ডা: সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, আইনজীবী মাহফুজুর রহমান, আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, বন্ধুর বন্ধনের সাধারণ সম্পাদক জি এম তাজ উদ্দিন পলাশ, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বিটিভি প্রতিনিধি শওকত মাহমুদ, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক সংবাদ প্রতিনিধি শাবিহ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক সমর দেবনাথ, জাতীয় কবিতা পরিষদ সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, সাপ্তাহিক ফেনীর আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা, উন্নয়ন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী কিশান মোশাররফ, তরুণ সংবাদকর্মী ও সংগঠক হোসাইন আরমান, সাংস্কৃতিক কর্মী আবদুস সালাম ফরায়জী প্রমুখ।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল