২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাজমিস্ত্রী বেল্লালের চক্ষু চিকিৎসায় এগিয়ে আসুন

রাজমিস্ত্রী বেল্লালের চক্ষু চিকিৎসায় এগিয়ে আসুন - ছবি : সংগৃহীত

চাটখিল পৌরসভার সুন্দরপুর মিজি বাড়ির রুহুল আমিনের ছেলে রাজমিস্ত্রী মো: বেল্লাল হোসেন (৩২) কাজ করতে গিয়ে মাথায় ইট পড়ে আঘাত প্রাপ্ত পেয়েছেন। এরপর থেকে তিনি তার দুটি চোখেই ঝাপসা দেখেন। এই ব্যাপারে ঢাকায় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তারদের পরামর্শ নিলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে প্রতি মাসে তাকে ৭ হাজার ২ শ’ টাকা মূল্যের একেকটি ইনজেকশন দিতে হয়। ডাক্তাররা জানিয়েছেন তাকে সম্পূর্ণ সুস্থ্য হতে দেড় লক্ষাধিক টাকা লাগবে। বর্তমানে কর্মহীন দরিদ্র-অসচ্ছল বেল্লালের পক্ষে এত টাকার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

বেল্লাল জানান, এই মুহূর্তে চিকিৎসা না করতে পারলে তিনি পুরোদমে অন্ধ হয়ে যাবেন। ফলে তার দুই সন্তানসহ পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে।

রাজমিস্ত্রী বিল্লালকে সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ- ০১৮৩৯-২৫৩২১৮


আরো সংবাদ



premium cement