২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একই বাড়ির ৪ জনের মৃত্যু

- প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই বাড়ির চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নে এ দুর্ঘটনা হয়।

মৃতরা হলেন- আব্দুর রহিম, মো: ইউসুফ, মো: সুমন ও মো: জুয়েল।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছে, বিদ্যুতের স্টিলের খুঁটি বিদ্যুতায়িত হওয়া একজনের চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন উর রশিদ জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে নিজের ক্ষেতে সবজি তোলার কাজ করছিলেন আব্দুর রহিম (৩৪)। ক্ষেতের মধ্যে পানি ছিল। সবজি তোলার সময় ক্ষেতের মাঝখানে থাকা পল্লীবিদ্যুতের স্টিলের একটি খুঁটির সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করেন তিনি। এ সময় পাশে থাকা একই বাড়ির সুমন, ইউছুফ ও জুয়েল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে পানিতে থাকা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারা তিনজনও মারা যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানানোর পর তারা সংযোগ বন্ধ করে দিলে তাদের লাশ উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement