২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বান্দরবানে প্রবল বর্ষণ, পাহাড়ি ঝিরিতে ভেসে একই পরিবারের ৩ জন নিখোঁজ

- ফাইল ছবি

বান্দরবানে প্রবল বর্ষণের সময় মাটিধসে পরে পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবন চিম্বুক সড়কের সাঙ্গাই ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে।

বর্তমানে নিখোঁজদের উদ্ধারে সেখানে স্থানীয়রা তল্লাশি চালাচ্ছে। নিখোঁজরা হলেন- ওই পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), মেয়ে বাজেরুম ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরা (৭)।

এ ঘটনায় নিখোঁজ কৃষ্ণতী ত্রিপুরার বোন রাম্বতী ত্রিপুরা আহত হয়েছেন। স্থানীয় ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা জানিয়েছেন, পাহাড়ি জুম থেকে পাড়ায় ফেরার পথে কৃষ্ণতী ত্রিপুরাসহ চারজন পাড়ার পাশে ঝিরিতে বিশ্রাম নেয়। এ সময় প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে তারা ঝিরিতে পড়ে যান। তখন কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাম্বতী ত্রিপুরা প্রাণে বেঁচে ফিরলেও অপর তিনজন পাহাড়ি ঢলে ভেসে যান। তাদের রাত ১০টা পর্যন্ত এখনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় পাড়ার লোকজন তাদের উদ্ধারে ঝুড়িতে তল্লাশি চালাচ্ছে বলেও ওই জনপ্রতিনিধি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement