২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যুগে যুগে সকল অপশাসকের পতন হয়েছে, কাদের মির্জার পতনও হবে : রাহাত

কাদের মির্জা ও তার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত বলেছেন, যুগে যুগে সকল অপশাসকের পতন হয়েছে, কাদের মির্জার পতনও হবে। আজকে কোম্পানীগঞ্জে যে অপশাসন ও অপরাজনীতি চলছে। আমরা এর বিরুদ্ধে যে অবস্থান নিয়েছি, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে এ অবস্থান থেকে সরাতে পারে।

তিনি বলেন, কোম্পানীগঞ্জে যে ক্যাডার ভিত্তিক অপরাজনীতি চলছে। এ রাজনীতি আমরা প্রত্যাখান করি। আমরা কর্মীবান্ধব এবং জনগণ নিয়ে রাজনীতি করেছি। এ রাজনীতি আমরা করবো।

সোমবার দুপুর দেড়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাস নৈরাজ্য যারা করছে। যুগে যুগে সকল অপশাসক ও স্বৈরশাসকের পতন হয়েছে। স্বৈরশাসক ছিলেন এরশাদ, জিয়াউর রহমান। তারা কি বেঁচে আছে, এরশাদ শিকদার কি বেঁচে আছে। সবার পতন হয়েছে। এ আব্দুল কাদের মির্জারও পতন হবে। আপনাদেরকে নীতি নৈতিকতা দিয়ে এ যুদ্ধ সংগ্রাম করতে হবে।

তিনি আরো বলেন, দু’জন মানুষের জীবন। অনেক নেতাকর্মীদের রক্তের ওপর দিয়ে আমরা কারো সাথে কোনো সমঝোতা করতে পারি না। আজকে সমঝোতার অনেক প্রস্তাব আসছে। সমঝোতা করার জন্য আমাদেরকে নানা রকম লোভনীয় অফার দেয়া হচ্ছে। নেতাকর্মীদের সাথে বেইমানি করার কোনো সুযোগ আমাদের নেই। প্রয়োজনে আমরা রাজনীতি করবো না। তবুও আপনাদের ছেড়ে যাব না। আপনাদের নিয়ে, হয়তো সময় লাগবে, এ যুদ্ধে বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যদ্ধ থাকলে, শুধু ধারাবাহিক সাংগঠনিক কাঠামোতে রাজনীতি করে গেলে এ যুদ্ধে জিতব ইনশাআল্লাহ। আমরা জানি, আপনারা কঠিন সময় পার করছেন। ঠিকমত নিজের কাজগুলো পর্যন্ত করতে পারছেন না। তারপরও ধৈর্য ধরে আপনারা এ আন্দোলনে থাকায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হানিফ সবুজ, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালেহকীন রিমন প্রমুখ।


আরো সংবাদ



premium cement