২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নবীনগরে আগুনে পুড়ল ঘর, ভাগ্যক্রমে বেঁচে গেলো ২ শিশু

- ছবি- নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদর এলাকার মধ্যপাড়া শাহ সাহেব বাড়ির পাশে বৃহস্পতিবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধ শহিদ মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে বসতঘর পুড়ে গেছে। এ সময় দুই নাতিসহ শহিদ মিয়া ঘরে ঘুমিয়ে ছিলেন। তবে ভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় শহিদ মিয়ার ছেলে প্রবাসী সামসুল আলমের স্ত্রী নিলুফা ইয়াসমিন গ্যাসের চুলায় দুধ গরম করছিলেন। তখন হঠাৎ করে চুলার আগুন গ্যাস সিলিন্ডারের পাইপে চলে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে যায়। এ সময় তার চার বছরের ও দুই বছরের দুই সন্তানসহ শ্বশুর শহিদ মিয়া পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে নিলুফা ইয়াসমিন তার সন্তানদের ও শ্বশুরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে কোনোরকম জীবন রক্ষা করেন।

তবে আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের বইসন্দারাও।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নবীনগর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সামসুল আলমের একটি টিনের ঘর ও ঘরের ভেতর রাখা বিভিন্ন মালামালসহ নগদ ৭০ হাজার ও শহিদ মিয়ার মুক্তিযোদ্ধার সনদ, ব্যাংক চেক বই, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছায় হয়ে গেছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

মুক্তিযোদ্ধা শহিদ মিয়া বলেন, কোনোরকম জীবন নিয়ে ঘর থেকে বের হয়েছি। আমার মুক্তিযোদ্ধের সনদসহ সকল কাগজপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস টিমের প্রধান সাব অফিসার মো: সামছুল হক বলেন, আমাদের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। আগুনে আনুমানিক ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস ও স্থানীয় কাউন্সিলররা।


আরো সংবাদ



premium cement
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশী শ্রমিক নিহত ১৫ দিনে সড়কে নিহত ৩৬৭, আহত দেড় হাজারের বেশি তীব্র গরমে পথচারীদের স্যালাইন-পানি বিতরণ আইনজীবী ফোরামের চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্সেনাল শেরপুরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু বাংলাদেশের বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ের শক্তিশালী দল নওগাঁয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড মিয়ানমারের কারাগারে সাজা শেষে ফিরল ১৭৩ বাংলাদেশী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত : হাইকমিশনার রাজবাড়ীতে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু কক্সবাজারের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সকল