২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কাদের মির্জাকে প্রতিরোধের ঘোষণা বাদলের

মিজানুর রহমান বাদল ও আবদুল কাদের মির্জা - ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জাকে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

শনিবার দুপুরে বসুরহাট বাজারের ব্যবসায়ীদের সাথে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডে এক পথসভায় বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন।

বাদল বলেন, ‘গত পাঁচ মাস কোম্পানীগঞ্জ অবরুদ্ধ। পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে প্রিয় নেতা এবং প্রশাসনের বাইরে আমরা এক ইঞ্চিও যাইনি। কিন্তু প্রকারান্তরে আমাদের অনেক কর্মী আক্রান্ত হয়েছে, অনেক কর্মী জেলে আছে। আজকে প্রতিদিন-প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে। অনেক ধৈর্ষ ধরেছি। আর ধৈর্য ধরার সুযোগ নেই। আর আক্রান্ত হবো না। এখন থেকে প্রতিরোধের ঘোষণা দিলাম।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আ কা (আব্দুর কাদের) মির্জার সন্ত্রাসীদের প্রতিহত করবেন। আমি জেলে এক শ’ বার যাবো কিন্তু কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনবো। প্রশাসনকে বলছি আমাকে জেলে নিয়ে যাক। কিন্তু যেখানে আক্রমণ হবে সেখানে প্রতিরোধ করা হবে। ইনশাআল্লাহ আজকে থেকে প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করলাম। অপরাজনীতির হোতা আ কা মির্জা আজকে থেকে সাবধান হয়ে যাও। কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ তোমার এ অপকর্ম সহ্য করবে না। প্রতিরোধ হবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন।


আরো সংবাদ



premium cement
মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল