২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রোহিঙ্গা শিবিরে বজ্রপাত, বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরে বজ্রপাতে বাবা-মেয়েসহ তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্প-১৮ ও ১১-এ পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মৃতরা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক- এল/১৮-এর ফকির আহমেদের ছেলে মো. আবুল কালাম, তার সাত বছরের মেয়ে উম্মে হাবিবা ও ক্যাম্প-১১-এর হোসেন আহমেদের মেয়ে ঐশী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতও হয়। বজ্রপাতে বালুখালী ক্যাম্পের নিজ শেল্টারের সামনে বাবা-মেয়ে বিদ্যুৎপৃষ্ট হলে স্থানীয় রোহিঙ্গারা নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। অন্যদিকে, একই সময় পাশের আরেক রোহিঙ্গা কিশোরী বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানা যায়।

৮ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বাবা-মেয়েসহ বজ্রপাতে তিন রোহিঙ্গার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement