২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হিমছড়ি সৈকতে ভেসে এলো আরো ১টি মৃত তিমি

হিমছড়ি সৈকতে ভেসে এলো আরো ১টি মৃত তিমি - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের হিমছড়ি সৈকতে আরো একটি মৃত তিমি ভেসে এসেছে। রোববার বিকেলে জোয়ারের পানিতে তিমিটি ভেসে আসে। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা ঘটনাস্থলে পরিদর্শন করেন। ২২ দিনের মাথায় একই স্থানে এ নিয়ে মোট তিনটি মৃত তিমি ভেসে এলো।

রোববার বিকেল ৩টার দিকে তৃতীয় মৃত তিমিটি ঠিক দ্বিতীয়টির স্থানে ভেসে আসে বলে জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

তিনি নয়া দিগন্তকে জানান, ভেসে আসা তৃতীয় তিমিটি আগের গুলো চেয়ে ছোট। এর আকার ২০ থেকে ২২ ফুটের মতো। তবে এই তিমিটির মাথা ও লেজ নেই। এটি অর্ধগলিত। ধারণা করা হচ্ছে, এটি কমপক্ষে ২০ থেকে ২৫ দিন আগে এবং গভীর সাগরে মারা গেছে।

তিনি জানান, তিমিটির লেজের দিকের অংশটি বিচ্ছিন্ন অবস্থায় ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে, এটি অন্তত এক মাস আগে মারা গিয়ে থাকতে পারে। মৃত তিমির দুর্গন্ধ পরিবেশ ভারী হয়ে এসেছে। তিমিটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সমুদ্র সৈকতের দুটি বৃহদাকার মৃত তিমি ভেসে এসেছিলো। সেগুলো একই স্থানে পুঁতে ফেলা হয়েছিলো।


আরো সংবাদ



premium cement