২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চান্দিনায় ১২০০ টাকার জন্য ছুরিকাঘাতে হত্যা

চান্দিনায় ১২০০ টাকার জন্য ছুরিকাঘাতে হত্যা - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চান্দিনায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় রফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজন হত্যাকারী খলিল মিয়াকে (৩২) আটক করে।

নিহত রফিকুল ইসলাম (৩৮) পাশের বরুড়া উপজেলার আরিফুর গ্রামের ফজল মিয়ার ছেলে। তবে দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মায়ের সাথে চান্দিনার লতিফপুর গ্রামের মামার বাড়িতেই বসবাস করতেন তিনি। পেশায় শ্রমিক।

ঘাতক খলিল মিয়া বরুড়া উপজেলার আদমপুর গ্রামের মো: হুমায়ূনের ছেলে। তিনি চান্দিনার লতিফপুর গ্রামের চামড়া ব্যবসায়ী মিলন মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলামের কাছে ১২ শ’ টাকা পাওনা ছিল খলিল মিয়া। শনিবার দুপুরে ওই পাওনা টাকার নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়ে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে খলিল মিয়া রফিকুল ইসলামের বুকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন খলিলকে আটক করে। পরে রফিকুল ইসলামকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ খলিল মিয়াকে গ্রেফতার করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। খলিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement