২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাদের মির্জার ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়

আবদুল কাদের মির্জা - ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ২৯ মিনিটের দিকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দেন।

কিছুক্ষণের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে তার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক স্ট্যাটাসে কাদের মির্জার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘আ, কা, মির্জা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের জায়গা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিলেন আ কা মির্জা। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে দ্রুত আব্দুল কাদের মির্জাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।’

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম ফয়সল লিখেন, ‘সুচিকিৎসা প্রয়োজন.....।’

কাদের মির্জার স্ট্যাটাসটি ছিল, ‘শুক্রবার জুমা নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদ বোমা মেরে উড়িয়ে দিলে দেশে দুর্নীতিবাজ এর সংখ্যা কমে যাবে। আবদুল কাদের মির্জা, মেয়র বসুরহাট পৌরসভা।’

পরে দেখা যায়, স্ট্যটাসটি দেয়ার ১৫ মিনিটের মাথায় তা হিডেন করে রাখা হয়।

এ বিষয়ে আবদুল কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজে ফোনে কথা বলেননি। তবে স্বপন নামে একজন ফোন রিসিভ করে নিজেকে তার সহকারী পরিচয় দিয়ে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে জানান।


আরো সংবাদ



premium cement