১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন

কক্সবাজারের উখিয়া বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন লেগেছে। বালুখালীর ১০ নম্বর ক্যাম্পে আগুনে পুড়ে গেছে রোহিঙ্গাদের আটটি ঘর। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সোমবার দুপুর ২টার দিকে বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। উখিয়া ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ মিলন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোহিঙ্গা জিয়াবুর রহমান জানান, তিনি দুপুরের খাবার ও নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ মানুষের চিৎকার ও দৌড়াদৌড়ি দেখে তাকিয়ে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে রোহিঙ্গা ক্যাম্পের আকাশ।

তিনি জানান, কষ্টের টাকা অল্প অল্প করে জমিয়ে ঘরের প্রয়োজনিয় জিনিসপত্র কিনেছিলাম। কিন্তু আগুনে সব পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সেতারা বেগম, উম্মে কুলসুমা ও নুরে জান্নাত বলেন, আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কেউ কিছুই বের করতে পারিনি। সবাই শুধু জানটা নিয়ে পালিয়ে এসেছি।

উখিয়া ফায়ার সার্ভিসের অফিসার মোহাম্মদ মিলন হোসাইন জানান, দুপুর ২টার দিকে বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে আমাদের ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

স্থানীয় পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বার বার আগুন লাগার ঘটনা দুঃখজনক।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সদস্য নুর মোহাম্মদ সিকদার বলেন, ক্যাম্পে আগুন লাগার ঘটনায় রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সঠিক তদন্ত ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ জরুরি।


আরো সংবাদ



premium cement
তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী

সকল