২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে মাস্ক না নেয়ায় যুবককে মারধর

-

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতার মাস্ক না নেয়ায় এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার কাজী নজরুল ইসলাম (৩২) একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেস্তরি বাড়ির মাকসুদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন চৌধুরী স্থানীয় বাজারে কিছু মাস্ক বিতরণ করেন। তিনি চলে যাওয়ার পর তার চাচাতো ভাই মামুন মাস্ক বিতরণ করেন। এ সময় নজরুল ইসলাম নামে এক যুবক মাস্ক নিতে অস্বীকৃতি জানালে তাকে চেয়ারম্যানের চাচাত ভাইয়ের নেতৃত্বে চৌধুরী বাজারের একটি হোটেলে মারধর করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি যে মামুন মাস্ক বিতরণকালে নজরুলকে মাস্ক দিতে চাইলে সে অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে সেখানে উপস্থিত কয়েকজন যুবক তাকে চড় থাপ্পড় দেয়। এ সময় সে হোটেলের নান রুটি বানানোর তাওয়ার রডের ওপর পড়ে গেলে তার শরীর থেকে রক্ত বের হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। থানার পরিদর্শক (তদন্ত) মো: রবিউল হক জানান, এ বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ করেনি।


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল