১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সৈকতে ফের ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি

সৈকতে ফের ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি - নয়া দিগন্ত

কক্সবাজারের হিমছড়ি মেরিন ড্রাইভ রোড সংলগ্ন পর্যটকশূন্য সমুদ্রসৈকতে ফের বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। শনিবার ভোর ৬টায় এটিকে বালিতে আটকে থাকতে দেখা যায়।

এর আগে গতকাল শুক্রবার দুপুরের দিকে আরো একটি তিমি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পূর্ণ ভাটায় সাগরের বালুতটে পড়ে থাকা মৃত তিমি স্পষ্ট দৃশ্যমান হয়। সাগরের পানিতে ভাসতে ভাসতে মৃত তিমিটির সামনের অংশ বিকৃত হয়ে গেছে।

তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে সাগরের ফিশিং ট্রলার বা শিপের সাথে ধাক্কা লেগে তিমিটির মৃত্যু হয়েছে। অনেকে মনে করছেন দস্যুরা তিমিটিকে হত্যা করেছে।

মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে তিমিটি আরো কয়েক দিন আগে মারা পড়েছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ, বনবিভাগ, পরিবেশ অধিদফতরের সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের ধারণা তিমিটি সাত দিন আগে মারা যেতে পারে। তিমিটির প্রায় সাত বছর বয়স হবে বলে স্থানীয় জেলেরা ধারণা করছে।

প্রাণী সম্পদ অধিদফতরের তথ্য মতে, মৃত তিমিটি ৪৪ ফুট দীর্ঘ এবং ২৬ ফুট প্রস্থ।
লকডাউনের কারণে সাগরে মাছ ধরার ট্রলার বন্ধ। তাই মরা তিমিটি ঢেউয়ের সাথে সহজেই তীরে ভেসে এসেছে বলে ধারণা করছে তারা।

উল্লেখ্য, গত লকডাউনে কক্সবাজার সৈকতের কাছেই একঝাঁক ডলফিনের দেখা মেলে। তখন জেলার বিভিন্ন স্থান থেকে ভেসে উঠেছিল ১৩টি মৃত ডলফিন। এর আগে গত বছরের ২২ জুন টেকনাফের শাহপরীদ্বীপ ও ১৬ জানুয়ারি সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে বিশাল আকৃতির পৃথক দুইটি মৃত তিমি ভাসতে দেখা যায়। ওই তিমিটি ৪০ ফুট লম্বা। অনেকেই ওই তিমিগুলো বালেন প্রজাতির তিমি বলে ধারণা করেছিলেন।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সকল