২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কাদের মির্জার বিরুদ্ধে টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগ

কাদের মির্জার বিরুদ্ধে টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগ - ছবি : সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ করেছেন তার ভাগ্নে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত। অভিযোগে তিনি কাদের মির্জার সম্পদের হিসেব দুদককে নেয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে এ আহ্বান জানান।

তিনি তার মামাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি (আবদুল কাদের মির্জা) মানুষ সম্পর্কে অনেক সত্যবচন করেন। আপনি যদি নিজের সম্পর্কে সত্যবচনগুলো করতেন আমাদের ভালো লাগতো। আপনার সম্পর্কে কিছু সত্যবচন শোনা যায়। আপনার সম্পর্কে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ আমরা শুনি। আপনার সম্পর্কে অভিযোগ আছে আপনি সংসদ সদস্য কোটায় যে সমস্ত টিআর ২০০৯ সাল থেকে এসেছে সবগুলো টিআর আত্মসাৎ করেছেন। আপনি পৌরসভার সকল টেন্ডার নিয়ন্ত্রণ করেন। আপনার পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে আপনি সেখান থেকে পারসেন্টটেজ নিয়ে থাকেন। আপনি কোম্পানীগঞ্জ উপজেলার যত কাজ আছে সবগুলো নিয়ন্ত্রণ করছেন। কাজগুলো থেকে আপনি কমিশন নিয়েছেন এবং সে কাজগুলো থেকে আপনি বড় অঙ্কের সুবিধা নিয়েছেন।’

রাহাত আরো বলেন, গতকাল সোহেল রানা নামে একটি ফেসবুক আইডি থেকে একটি অভিযোগ করা হয়েছে। আপনি ফেনী পল্লীবিদ্যুৎ কন্ট্রাক্টর থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছেন। আপনি কুমিল্লার একটি কাজ থেকে এক কোটি টাকা চাঁদা আদায় করেছেন। আপনি মুন্সীগঞ্জের এক কট্রাক্টর থেকে ৪০ লাখ টাকা চাঁদা আদায় করেছেন। আপনি কোম্পানীগঞ্জের সড়ক ও জনপদের যতগুলো কাজ ছিল সব আপনি চাঁদাবাজি করেছেন। মোটা অঙ্কের টাকার মাধ্যমে কাজগুলো করতে দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘আপনিতো বলেছেন আপনি ছেঁড়া শার্ট নিয়ে বসুরহাট বাজারে এসেছেন। আপনি খেতে পারেননি। আমার নানা মরহুম মোশারেফ হোসেন সাহেব ১১ সন্তানকে খুব ভালোভাবে প্রতিপালন করেছেন। আপনি কেন খেতে পারেননি। আপনার কেন ছেঁড়া জামা ছিল। এটা আপনিই ভালো বলতে পারবেন। ছেঁড়া জামা নিয়ে আপনি এত অর্থের মালিক কীভাবে হলেন। আজকে ঢাকায় মোহাম্মদী হোমসে আপনার দু’টি ফ্লাট রয়েছে। কক্সবাজারে আপনার ফ্ল্যাট ও হোটেল ব্যবসা আছে বলে আমরা শুনেছি।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে আপনার বাড়ি আছে বলে আমারা শুনেছি। ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ এফডিআর করা আছে বলে আমরা শুনেছি। আমি দুদককে আহ্বান জানাবো, আপনারা এ বিষয়গুলো তদন্ত করুন। তাহলে সত্যবচন নামধারী আবদুল কাদের মির্জার আসল খোলসটা বের হয়ে আসবে। আপনি মানুষের ছেলেকে বিষদগার করেন। আপনার ছেলে কেন মামলায় পড়েছে। এটা নিয়ে আপনার অনেক হাহাকার। আর মানুষের ছেলে দু’জন মায়ের ছেলে দুনিয়া থেকে চলে গেছেন। কত মায়ের ছেলে জেলে জীবন কাটাচ্ছে। কত মায়ের ছেলের রক্ত ঝরছে শুধুমাত্র আপনার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য। মির্জা সাহেব এর জবার আপনাকে দিতে হবে।’

রাহাত আরো বলেন, ‘আজকে আপনার ছেলে তাশিক মির্জা শিবচর মাদারীপুরে অবৈধভাবে সংসদ সদস্যের স্টিকার লাগিয়ে, সাইরেন বাজিয়ে ভোট করার সময় জনতা তাকে আটক করেছিল। প্রায় ৯ ঘণ্টা সে থানায় ছিল। অনুনয় বিনয় করে তদবির করে আপনি তাকে ছাড়িয়ে এনেছেন। আর মানুষের সন্তান সম্পর্কে আপনি মিথ্যাচার করেন। আপনার কথা শুনলে সে পীর আউলিয়া। না শুনলে সে মাদক সম্রাট। আজকে আপানার শ্বশুর বাড়ির লোকেরা কীভাবে অর্থবিত্তের মালিক হয়েছে। দুর্নীতি করে তারা যে অর্থবিত্তের মালিক হয়েছে এটা এলাকার মানুষ জানে। আর আপনি সত্যবচন করেন। তাদের ক্ষেত্রে সত্যবচন করুন। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার সত্যবচনের নামে এই মিথ্যাবচন বন্ধ করুন।’

কাদের মির্জার ভাগ্নে তাকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘এই কোম্পানীগঞ্জবাসীকে আপনি শান্তি দিন। আপনার একার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য আজকে কোম্পানীগঞ্জের লাখ লাখ মানুষ কেন জিম্মি হবে? বসুরহাট বাজারে কোনো ব্যবসা বাণিজ্য নেই। বসুরহাট বাজার হাহাকার করছে ব্যবসায়ীদের কান্নায়। মির্জা সাহেব আপনাকে জবাব দিতে হবে। আমাদের পরিবারের মধ্যে যারা রাজনীতিতে সক্রিয় ছিল আপনি এক এক করে সবাইকে ব্যবহার করে বিতাড়িত করেছেন।’

আপনার সথ্যবচন দেশের জনগন বুঝে গেছে। আপনার সত্যবচনের আড়ালে যে একটা ভণ্ডামি রয়েছে সেটা আজ দেশের মানুষ বুঝে গেছে। আপনার সত্যবচনের নামে মিথ্যাচার বন্ধ করুন, না হলে কোম্পানীগঞ্জের মানুষ আপনাকে প্রতিহত করবে।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল