২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কক্সবাজারে ১ লাখ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

- প্রতীকী ছবি

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ লাখ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত সোয়া ৯টায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বশির আহমদের ভাড়া বাসায় এই অভিযান চালায়। এই সময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বশির আহমদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জারুলিয়া ছড়ি উপর পাড়ার মৃত গোলাম শরিফের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পিএমখালীতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সুপার (এসপি) মো: হাসানুজ্জামান জানান, ‘বশির আহমদ একজন শীর্ষস্থানীয় মাদক কারবারি। কৌশলে বিভিন্ন জায়গায় সে মাদক পাচার করে আসছিল। গোয়েন্দা পুলিশ সঠিক তথ্য নিয়ে অভিযান চালায়। সে পালিয়ে গেলেও তাকেসহ অন্যান্য সহযোগিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এসপি মো: হাসানুজ্জামান। এ জন্য তিনি ব্যাপক গণসচেতনতা ও সবার সহযোগিতা কামনা করেছেন।


আরো সংবাদ



premium cement