২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

২১ বছর বঙ্গবন্ধুর ভাষণ শুনতে দেয়া হয়নি : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

২১ বছর বঙ্গবন্ধুর ভাষণ শুনতে দেয়া হয়নি : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন - ছবি : নয়া দিগন্ত

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘জিয়া থেকে এরশাদ, এরশাদ থেকে খালেদা জিয়া। দীর্ঘ ২১ বছর ধরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মানুষকে শুনতে দেয়া হয়নি।’

রোববার বিকেলে চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ৭ মার্চের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক এই মন্ত্রী মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম-১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ছিলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে যখন বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছিলেন তখন আমরা মিরসরাইয়ের মিঠাছরা স্কুলমাঠে অনুরূপ একটি জনসভার আয়োজন করি। সেখানে আমরা বঙ্গবন্ধুর ভাষণের ম্যাসেজ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেই।’

স্বাধীনতার ঘোষণা ও ঘোষক প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার মূল ঘোষণা পাঠ করা হয়েছিল। মূলত আমরা ৭ মার্চ থেকেই গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করি। প্রায় এক লাখ ৯৫ হাজার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিল মিরসরাইয়ে।’

এই বীর মুক্তিযোদ্ধা আরো বলেন, ‘আগামী ১০ বছর পর আমিসহ হয়তো কোনো মুক্তিযোদ্ধা বেঁচে থাকবে না। তাই আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় ৭ মার্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি সম্প্রচার হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয়। এর পর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শেষে স্বাগত বক্তব্য রাখেন মিরসরাই থানার ওসি মজিবুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউদৌলা রেজা, সহকারী পুলিশ সুপার মো: নাজমুল হক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।


আরো সংবাদ



premium cement
দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা

সকল