১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় নিহত ২

নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় নিহত ২ - নয়া দিগন্ত

কক্সবাজার পর্যটকদের প্রবেশদ্বারখ্যাত শহরের কলাতলীর হাঙ্গর মোড়ে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হচ্ছেন, কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোহনা বেগম (৭০) ও ঢাকা উত্তরার শাহাদাত হোসেন।
পরে ট্রাকের নিচ থেকে অন্তত ১০-১২ জনকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ৫-৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও রাজধানীর উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)। ময়নাতদন্তের জন্য তাদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সময় ট্রাকের চাপায় দু'টি সিএনজি, দু'টি ভাসমান দোকান, একটি ইজিবাইক ধুমড়ে মুচড়ে যায়।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের বরাত দিয়ে
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই ট্রাকটি (চট্ট মেট্টো-ট-১১-৬৮২৮) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দু'জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ পথচারী।

এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধার তৎপরতা কাজে সহায়তা করেন মেয়র মুজিবুর রহমান, এমপি আশেক উল্লাহ রফিক ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতানসহ স্থানীয়রা।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল