২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে কৃষকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড

নোয়াখালীতে কৃষকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে মুকবুল আহমেদ (৪৩) নামের এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মুকবুল আহমেদ দক্ষিণ চরএলাহী গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের হাজী ফকির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুকবুল আহমেদ তার খামার ঘরে একা ছিলেন। তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা তিন দিন আগে এক আত্মীয়ের বিয়েতে যান। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পাশ্ববর্তী এক নারী মুকবুল আহমেদকে ডাকতে গেলে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করেন। এ সময় স্থানীয়রা ঘরে ঢুকে চৌকির (খাটের) ওপর মুকবুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, এক দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় তার পরিবার দাবি করে বলছে এটি হত্যাকাণ্ড। এ দিকে পুলিশ তাৎক্ষণিকভাবে মুকবুলের মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল