১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে ভোট কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীতে ভোট কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু - ফাইল ছবি

নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের (ইউপি) সদস্য পদে উপ-নির্বাচনে ভোট কেন্দ্রে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের লুদুয়া কলাবড়িয়া ভোট কেন্দ্রে ওই বৃদ্ধ ভোট দিতে গেলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো: খোরশেদ আলম (৬৫)। তিনি একই এলাকার লুদুয়া দক্ষিণপাড়া এলাকার জুলফিকার সাহেবের বাড়ির আবদুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসদুর রহমান প্রকাশ মুছা মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। রোববার ওই উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকালের দিকে ওই বৃদ্ধ ভোট কেন্দ্রের বুথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

উল্লেখ্য, এ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ইউনিয়নে মোট ভোটার দুই হাজার ৮১৩ জন। নির্বাচনের শান্তিশৃঙ্খলা রক্ষায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৩ জন পুলিশ, ১৬ জন র‌্যাব ও ২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোরশেদ আলম ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রের বুথে হৃদরোগে আক্রান্ত হন। একপর্যায়ে ভোট কেন্দ্রের বুথেই তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement