২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

লালখানবাজারে সংঘর্ষে আহত ১৫

লালখানবাজারে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ - ছবি - সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই সংষর্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে শাসকদল সমর্থিত আবু হাসনাত বেলালের সমর্থক আলাউদ্দিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার সকাল থেকে সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৯টা থেকে নগরীর লালখান বাজার চানমারি রোডের শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় আলাউদ্দিন নামের এক যুবক আহত হয়েছেন। তিনি কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের সমর্থক বলে জানা গেছে।

হামলায় উভয়পক্ষ হকিস্টিক, লাঠি ব্যবহার করেছে। এছাড়া এলোপাতাড়ি কাচের বোতল, ইটপাটকেল ছোড়া হয়। পরে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এদিকে পুলিশ লাইন কেন্দ্রেও গোলযোগের খবর পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement