২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চসিক নির্বাচন : আ’লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

আ’লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলাউদ্দিন (২৮) বলে জানা গেছে।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টার দিকে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিমের অনুসারীদের সাথে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাতজন আহত হন এবং আলাউদ্দিন নামের ওয়াসিমের এক সমর্থক নিহত হন। সেখানে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগও করা হয়।

এদিকে ১৪নং লালখান বাজার ওয়ার্ডের শহীদ নগর সিটি করপোরেশন স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। ওই সংষর্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে শাসকদল সমর্থিত আবু হাসনাত বেলালের সমর্থক আলাউদ্দিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement