২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভাষাসৈনিক আলী তাহের মজুমদারের ইন্তেকাল

ভাষাসৈনিক আলী তাহের মজুমদারের ইন্তেকাল - ছবি : নয়া দিগন্ত

ভাষাসৈনিক আলী তাহের মজুমদার ইন্তেকাল করেছেন। শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁনপুর গ্রামের নিজ বাড়িতে ১০৬ বছর বয়সে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আলী তাহের মজুমদার ১৯১৭ সালে ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বৃটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলনসহ নানা আন্দোলন-সংগ্রামে এবং মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

তার বাবার নাম চারু মজুমদার ও মা সাবানী বিবি। শনিবার বাদ আসর জানাজা শেষে চাঁনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ভাষাসৈনিক আলী তাহের মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement