২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সত্য কথা বলায় আমার বিরুদ্ধে মামলা : কাদের মির্জা

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আবদুল কাদের মির্জা - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, ‘সত্য কথা বলায় আমার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। অতীতেও আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছিল। এবার সত্য কথা বলায় দলের কিছু দুষ্কৃতিকারীর গায়ে লেগেছে।’

তিনি বৃহস্পতিবার বিকেল ৫টায় বসুরহাট বাজারে তার বিরুদ্ধে মানহানি মামলার আবেদনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।

তিনি আরো বলেন, ‘আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। এতে কেউ রাগ হলে বা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তাতে আমার কিছু বলার নেই। তবে যতো বাধাই আসুক সত্য বচনে একটুও পিছপা হবো না।’

এদিকে পরে রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মামলার সাথে লড়াই করে আমরা বেঁচে আছি। আমি যখন প্রথম মামলায় পড়েছি, আমি যখন প্রথম জেল খেটেছি তখন একরাম চৌধুরীরা (সংসদ সদস্য), জেহানেরা (সদর উপজেলা চেয়ারম্যান), যারা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা ছিল মায়ের পেটে। ’৮২ সালে এরশাদবিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছি। আমাদের মামলার ভয় দেখান? জেলের ভয় দেখান?’

তিনি একরামুল করিম চৌধুরী ও সদর উপজেলা চেয়াম্যান শামছুদ্দিন জেহানের উদ্দেশে বলেন, ‘রাজনীতি এখনো শিখেনি। টাকা-পয়সা আছে তো তাই এমন করছেন। মানুষের টাকা লুট করে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। এত টাকার মালিক কিভাবে হলেন? এর হিসাব আপনাদেরকে দিতে হবে। মামলা করেন, কাকে দিয়ে মামলা করাচ্ছেন, সে কে? সে হলো কয়েকটি মাদক ও নারী কেলেংকারি মামলার আসামি। সে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। নারী ব্যবসা করার সময় নারায়ণগঞ্জে ধরা পড়েছে। এই কুলাঙ্গারের কথা আমার বলতে লজ্জা হয়। আমি আদালতে গিয়ে এ মামলার মুখোমুখি হব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ছারওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু প্রমুখ।


আরো সংবাদ



premium cement