২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আলোচিত কাদের মির্জার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন যুবলীগ নেতার

আবদুল কাদের মির্জা - ফাইল ছবি

নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২নং আমলি আদালতে মানহানির মামলার আবেদন করেছেন নোয়াখালী সদরের ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য মো: রিয়াজ উদ্দিন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ মানহানি মামলার আবেদন করেন। তবে বিচারক অনুপস্থিত থাকায় কোনো ধরনের আদেশ আসেনি।

মামলার আর্জিতে বাদি উল্লেখ করেন, আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের কর্মী হয়েও গত কয়েক দিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর বক্তব্য রেখে এবং কটাক্ষ করে বক্তব্য রেখে মানহানি করেছেন। তিনি তার বক্তব্যে ‘চামচা’, ‘টাকা দিলে বস্তির লোকের অভাব নেই’, ‘টেন্ডারবাজি করে হাজার হাজার টাকা লুটপাট করা’, ‘৫ লাখ টাকার বিনিময়ে চাকরি দেয়া’সহ নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন। তিনি শুধু মানহানি করেননি, সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন। তার বক্তব্যের কারণে ভাঙ্গা উপজেলার এমপি নিক্সন চৌধুরী নোয়াখালী জেলা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। শুধু তাই নয়, তিনি তার রাজনৈতিক বক্তব্য দেয়াকালে মোয়াজ্জিন আজান দিলে তখন তিনি বলেছেন, আজান ১০ মিনিট পরে দিলেও চলত। এতে আমি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে মনে করি, তিনি এই মন্তব্য করে পুরো ধর্মপ্রাণ মুসলিমদের উপর তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তার এই একাধিক কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং স্থানীয় উপজেলা চেয়ারম্যানের মানহানি হওয়ায় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হওয়ায় আমি বাংলাদেশ যুবলীগের একজন নিবেদিতপ্রাণ কর্মি হিসেবে আমার হৃদয়ে আঘাত হওয়ায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করলাম।’

মামলার বাদির আইনজীবী পলাশ চন্দ্র সাহা বলেন, বিচারক না থাকার কারণে মামলায় কোনো ধরনের আদেশ আসেনি।


আরো সংবাদ



premium cement
বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী

সকল