২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কক্সবাজারে নতুন থানার উদ্বোধন

নতুন ঈদগাঁও থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে নতুন থানার। বুধবার দুপুরে ঈদগাঁও নামে এ থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, আইজিপি ড. বেনজীর আহমদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের একটু উত্তরে ইসলামাবাদ ইউনিয়নের তুলাতলীর বর্তমান তদন্ত কেন্দ্রকে থানায় রূপান্তর করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও, ইসলামপুর ও পোকখালী নিয়ে ঈদগাঁও থানা গঠিত হলো। নবগঠিত ঈদগাঁও থানাসহ কক্সবাজার জেলায় থানার সংখ্যা এখন ৯টি।

উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের স্থানীয় জনগণসহ পর্যটকদের নিরাপত্তা বিধানে সব ধরণের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে সর্বদা আইন-শৃংখলাবাহিনী কঠোরভাবে তৎপর রয়েছে।


আরো সংবাদ



premium cement