২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল - ছবি : নয়া দিগন্ত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের যত তাড়াতাড়ি তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায় সে বিষয়ে সরকার তৎপর রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে বহুবার বৈঠক হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার অনেক কথা বলেও অনেক কাজ করছে না। সময়ক্ষেপণ করে নানা ধরনের তালবাহানা করছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিকভাবে সকল চেষ্টা অব্যাহত রাখলেও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তারপরেও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মিয়ানমারের চাহিদা মতো রোহিঙ্গাদের সব ধরনের তথ্য প্রদান করা হচ্ছে। আশা করছি প্রত্যাবাসন শিগগিরই হতে পারে।

মঙ্গবার রাতে কক্সবাজার জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত নির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলার বিঘ্ন না হয়। সে বিষয়ে প্রশাসনকে সব সময় তৎপর থাকতে হবে। স্বেচ্ছায় যেসব রোহিঙ্গা ভাসানচরে যেতে চায় তাদের নিয়ে যাওয়া হবে। যারা নানা অপরাধের সাথে জড়িত তাদেরও ভাসানচরে নিয়ে যাওয়া হবে। জনবহুল এ ছোট দেশে ১১ লাখের অধিক রোহিঙ্গার কারণে আমাদের উৎকণ্ঠা রয়েছে। কক্সবাজার আমাদের পর্যটনের স্থান। সে স্থানকে আমাদের নিরাপদ রাখতে হবে। অন্যথায় আমাদের বিনোদনের বিষয়েও বিঘ্ন ঘটবে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা যাতে নিরাপদে সময় কাটাতে পারে সেটি নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর কি কি সমস্যা হচ্ছে সেটাও চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো: শহিদুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুই দিনের সফরে কক্সবাজার আসেন। মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবতরণ করেন। সেখানে ক্যাম্প-৪, এক্সটেনশন-এ তে রোহিঙ্গা মাঝিদের সাথে মতবিনিময় করেন।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল