২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে পিটিয়ে হত্যা - নয়া দিগন্ত

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দেশটির জোহানেসবার্গের ব্রিক্সটনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হক (৩০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়ির রফিক উল্যার ছেলে। তিনি এক সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবদুল হক আট বছর ধরে জোহানেসবার্গের ব্রিক্সটনে ব্যবসা করে আসছেন। চার মাস আগে বাড়িতে এসে আবার পাড়ি জমান আফ্রিকায়। মঙ্গলবার সকালে দুর্বৃত্তরা তাকে পাশের একটি স্কুলের বাউন্ডারিতে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করেন, একপর্যায়ে ইট দিয়ে মাথা থেতলে নির্মমভাবে হত্যা করে। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ব্রিক্সটন পুলিশ।

স্থানীয় সূত্রে জনা যায়, আব্দুল হকের সাথে সোমালিয়ান এক নাগরিকের দোকানের বিল্ডিং নিয়ে বিরোধ ছিল।

অন্যদিকে স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় মঙ্গলবার তার স্ত্রীকে তালাক দেয়ার কথা ছিল। এ জন্য বাড়িতে টাকাও পাঠিয়েছিলেন আবদুল হক। তার স্ত্রীর অনেক স্বজন দক্ষিণ আফ্রিকাতে অবস্থান করছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে কিংবা কারা হত্যা করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেনি।


আরো সংবাদ



premium cement