১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ঋণের চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ঋণের চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা - সংগৃহীত

ঋণের চাপ সইতে না পেরে আসমা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যার অভিযোগ করছেন তার স্বজনরা। সোমবার সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করেন। তিনি ওই গ্রামের গ্রামের রিক্সা চালক স্বপন মিয়ার স্ত্রী।

নিহত গৃহবধূ আসমা আক্তারের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, তার বাবা স্বপন মিয়া রিক্সা চালান। তারা দুই ভাই এক বোন। এই আয়ে তাদের পরিবারের ভরণপোষণের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিলো। তার মা এনজিও প্রত্যয়, আশা ও ব্রাক থেকে ঋণ নিয়েছেন। প্রতি সোমবার ২ হাজার ৫শ’ টাকা ও প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তি দিতে হচ্ছিলো। সোমবার কিস্তি দেয়ার কথা। রোববার পর্যন্ত কিস্তির টাকা জোগাড় হয়নি। তাই লজ্জায় ও ক্ষোভে কিস্তির চাপ থেকে মুক্তি পেতে সবার অলক্ষ্যে রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, উপ-পরিদর্শক শেখ মফিজুল ইসলাম লাশ উদ্ধার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement