২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পরশুরামে বিএনপি মেয়র প্রার্থীর বাড়ি অবরুদ্ধ করে রেখেছে সরকার দলীয়রা

পরশুরামে বিএনপি মেয়র প্রার্থীর বাড়ি অবরুদ্ধ করে রেখেছে সরকার দলীয়রা - ছবি : নয়া দিগন্ত

ফেনীর পরশুরাম পৌরসভার নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী কাজী ইউসুফ মাহফুজের বাড়ি ঘেরাও করে রেখেছে সরকার দলীয় সন্ত্রাসীরা। রোববার দুপুরে ফেনীতে সংবাদ সম্মেলনে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপি নেতারা এ অভিযোগ করেন। নির্বাচনে প্রার্থী না হতে মাহফুজের পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলেও তারা আভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি পরশুরাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। জেলা বিএনপির সুপারিশ অনুযায়ী কেন্দ্র থেকে পরশুরাম পৌরসভায় পৌর আহবায়ক কাজী ইউসুফ মাহফুজকে শনিবার মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এরপর থেকে সরকারি দলের সন্ত্রাসীরা বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর বাড়ি ঘেরাও করে রাখে। নির্বাচনকে ঘিরে গত প্রায় দুই মাস ধরে সম্ভাব্য মেয়র ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে তারা।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার অভিযোগ করেন, সরকারি দলের সন্ত্রাসীদের প্রতিনিয়ত মহড়ায় এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। তাদের হুমকির মুখে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে কেউ সাহস করছে না। প্রার্থী হতে আগ্রহীদের অনেকে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

তিনি জানান, পাঁচ বছর আগে অনুষ্ঠিত পৌর নির্বাচনেও একই কায়দায় পরশুরাম পৌরসভায় মেয়র ও কাউন্সিলরসহ ১৩ পদেই অন্যদের প্রার্থী হতে না দিয়ে সরকার দলীয়রা বিনা ভোটে নির্বাচিত হয়। তিনি বিষয়টি পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীকে অবহিত করেছেন বলেও সাংবাদিকদের জানান।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন গঠন ও এয়াকুব নবী প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement
চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি

সকল