২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

খাগড়াছড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে চন্দ্রিকা চাকমা - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে মারধর, যৌতুক দাবিসহ হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী চন্দ্রিকা চাকমা।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় তার একমাত্র সন্তান তোপজ্যোতি চাকমা তার সাথে ছিল।

চন্দ্রিকা চাকমা অভিযোগ করেন, ‘যে ব্যক্তি নিজের স্ত্রী-সন্তানের সাথে ন্যায়বিচার করতে পারেন না, তিনি কিভাবে দেশের মানুষের সাথে ন্যায়বিচার করবেন।’

স্বামী রিন্টু বিকাশ চাকমার নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী চন্দ্রিকা চাকমা জানান, ‘২০১৩ সালের ১৩ মার্চ খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলীপাড়া গ্রামের অক্ষয়মণি চাকমার ছেলে রিন্টু বিকাশ চাকমার সাথে চন্দ্রিকা চাকমার প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে যৌতুক দাবি করেন রিন্টু চাকমা। মৃত বাবার সম্পত্তি বিক্রি করে তার হাতে তুলে দেয়ার জন্য শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারারও চেষ্টা করেন।’

সংবাদ সম্মেলনে চন্দ্রিকা চাকমা সুষ্ঠু বিচার প্রাপ্তিসহ নিজের ও সন্তানের শতভাগ নিরাপত্তা ও স্ত্রীর পূর্ণ মর্যাদার সাথে রিন্টু বিকাশের সংসার করতে জনপ্রশাসন মন্ত্রাণালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

চন্দ্রিকা চাকমা গত ১৫ অক্টোবর ২০২০ তারিখে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ ইং (সংশোধিত ২০০৩ ইং)-এর ১১ (গ) ধারায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার মামলার শুনানির কথা থাকলেও ধার্য তারিখের আগেই অত্যন্ত গোপনে মোটা অংকের অর্থ লেনদেনের মধ্যমে জামিন নিয়ে রিন্টু বিকাশ চাকমা তার জীবননাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন স্ত্রী চন্দ্রিকা চাকমা।

উল্লেখ্য, রিন্টু বিকাশ চাকমা ২০১৭ সালে ৩৫তম বিসিএসে (প্রশাসন) উত্তীর্ণ হয়ে কুড়িগ্রামে কর্মরত থাকাকালে আলোচিত সাংবাদিক নির্যাতনের ঘটনায় বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন। রিন্টু বিকাশ চাকমার ছয় বছরের একটি মেয়েও রয়েছে।


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল