২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পুঁথি গবেষক ইসহাক চৌধুরী আর নেই

ইছহাক চৌধুরী - ফাইল ছবি

চট্টগ্রামের বিশিষ্ট পুঁথি গবেষক ও সংগ্রাহক পটিয়া উপজেলার হুলাইন এলাকার বাসিন্দা ইছহাক চৌধুরী (৭৩) আর নেই। সোমবার রাত ৮টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়স্বজন রয়েছেন। মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

মরহুম ইসহাক চৌধুরী চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের বিরলিওগ্রাফার পদ থেকে সম্প্রতি অবসর নেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আলহাজ সামশুল হক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামসুদ্দিন সাধারণ সম্পাদক ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমেবেদনা জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement