২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মাদরাসাছাত্রীকে উত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড

-

নোয়াখালীর হাতিয়ায় এক মাদরাসাছাত্রীকে উত্যক্ত করায় দুই যুবককে পৃথক পৃথকভাবে ১৮ মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ইলিয়াছ (২৭) উপজেলার চরকিং ইউনিয়নের ধনুমিয়ার হাট এলাকার জাবের আলীর ছেলে আলতাফ হোসেন (২৬) হাতিয়া পৌরসভার উত্তর বেজুগালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চরকিং ইউয়িনের আলেম শ্রেণীর ছাত্রীকে (১৮) মাদরাসায় যাওয়া- আসার পথে বখাটে ইলিয়াছ ও আলতাফ প্রায়ই উত্যক্ত করত এবং মেয়েটির নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন তারা। ওই ছাত্রীর বিয়ে ঠিক হলে তার হবু স্বামীকে আপত্তিকর কথা বলেন। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার ও ছাত্রী নিজে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন।

ওই অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শনিবার দুপুরে হাতিয়া থানা পুলিশের একটি দল অভিযুক্তদের হাতিয়া বাজার এলাকা থেকে আটক করে। দুপুর ১টায় দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন দণ্ডবিধির ৫০৯ ধারায় মো. ইলিয়াছ হোসেনকে (২৭) এক বছর ও মো. আলতাফ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের রোববার বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল