২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘সেবাই জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য হওয়া উচিৎ’

‘সেবাই জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য হওয়া উচিৎ’ - সংগৃহীত

‘জনপ্রতিনিধিদের প্রথম দায়িত্ব হলো এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসা। সেবাই জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য হওয়া উচিৎ।’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে যে উন্নয়নের হাওয়া বইছে, তা অব্যাহত রাখার লক্ষ্যে প্রত্যেক নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।

চাঁদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে প্রথমে তারপর একে একে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবু রহমান পিপিএম, নব নির্বাচিত মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, কাউন্সিলর আয়েশা খানম ও ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, মো. ইউসুফ গাজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। এছাড়া ১৫ জন সাধারণ কাউন্সিলর ও পাঁচজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ



premium cement