২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হালদায় ভেসে উঠল ৯ কেজি ওজনের কাতলা

হালদায় ভেসে উঠল ৯ কেজি ওজনের কাতলা - সংগৃহীত

চট্টগ্রামের হালদা নদীতে ৯ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ ভেসে উঠেছে। মঙ্গলবার হালদার রাউজানের কেড়ানতলীর বাঁক হতে মাছটি উদ্ধার করা হয়।

তবে কী কারণে হালদার ওই মা মাছটি মারা গেছে তা জানতে চাইলে হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, মাছটির পেটে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। ২/১ দিন আগে মারা যাওয়ায় মাছটি ফুলে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই মাছটি উদ্ধারের পরপরই নদীর পাড়ে মাটিতে পুতে ফেলা হয়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর হালদা নদীতে সাড়ে চার ফুট লম্বা ৪০ কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছিল। ডলফিনটির গায়ে নৌকার পাখার আঘাতের চিহ্ন ও লেজের সাথে জাল পেঁচানো ছিল।

সারা বছর হালদা নদী মা মাছের অভয়াশ্রম হলেও হালদায় কেন মা মাছসহ অন্যান্য মৎস জীব মারা যাচ্ছে তা নিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসছে কিছু অসাধু লোভী মৎস্য শিকারীর গোপনে রাতের আধাঁরে জাল ফেলে মাছ শিকার, কল-কারখানার বর্জ্য, পানি দূষণ ও ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন।


আরো সংবাদ



premium cement