১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রামুতে পাহাড় ধসে দুই শ্রমিকের মৃত্যু

রামুতে পাহাড় ধসে দুই শ্রমিকের মৃত্যু - সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় কাটার সময় মাটি ধ্বসে আলি আহমদ (৩৫) ও মুজিবুর রহমান (৩২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে স্থানীয় এলাবাসী ও উদ্ধারকারী দল মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আলি আহমদ উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে ও মুজিবুর রহমান একই এলাকার মো. কালুর ছেলে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই দুজনসহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে মাটি ধ্বসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন।

বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। তিনি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় নিধন করছিল। কয়েক দিন আগেও তিনি এখানে পাহাড় নিধন বন্ধে অভিযান চালিয়েছিলেন।

রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান জানান, লাশদুটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement

সকল