২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিলেট-খাগড়াছড়িতে গণধর্ষণে জড়িতদের শাস্তি দাবিতে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল - ছবি : নয়া দিগন্ত

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে শহরের ট্রাংক রোডের আদালত সম্মুখস্ত সড়ক থেকে শুরু হয়ে শান্তি কোম্পানী রোডে গিয়ে শেষ হয়। সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে সহ-সভাপতি আব্বাস পাটোয়ারি, ইমরান হায়দার মান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারি, রশিদ আহম্মদ মজুমদার, সাইফুল ইসলাম জিকু, তাজুল ইসলাম পাভেল, রাজন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক হামিদ বেগ, দফতর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, ধর্ম সম্পাদক রিয়াদ মজুমদার, গণশিক্ষা সম্পাদক জাবেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোরশেদ আলম বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় আজকে প্রকাশ্যে ধর্ষণ করেছে নরপিশাচরা। সত্যিকারার্থে বিশেষ একটি গোষ্ঠী ছাড়া দেশে আজ কারোই নিরাপত্তা নেই। আজ সারাদেশে নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনার উৎসব চলছে। আমরা অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।


আরো সংবাদ



premium cement