২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে আকিজ মটরসের ডিলার শোরুম উদ্বোধন

নোয়াখালীতে আকিজ মটরসের ডিলার শোরুম উদ্বোধন - নয়া দিগন্ত

ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসায়ে উন্নয়নে সততা অন্যতম মূল পন্থা। সততার মাধ্যমে হালাল উর্পাজন করতে হবে। ব্যবসায়ীরা সততা ধরে রাখতে পারলে দেশের জনগন উপকৃত হবে ও দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে বলে মন্তব্য করেছেন দৈনিক নয়াদিগন্তের প্রকাশক শামসুল হুদা এফসিএ।

শনিবার দুপুরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর মাইজদী রোডে আকিজ মটরস’র ডিলার শোরুম রহিম মটরস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রহিম মোটরর্সের সত্বাধিকারী হাজী আবদুর রহিমের সভাপতিত্বে এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাঈদ হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী, আকিজ মোটরস’র প্রধান নির্বাহী শেখ আমিন উদ্দিন, প্রধান পরামর্শক কাজী আলা উদ্দিন, ব্যান্ড বিভাগের প্রধান সাইফুল আলম জামিল, সেলস ম্যানেজার আনোয়ার হোসেন প্রমুখ।

শামছুল হুদা এফসিএ আরো বলেন, রহিম মটরস সৎভাবে ব্যবসা করে নোয়াখালীর জন্য সম্মান বয়ে নিয়ে আনবে। তিনি প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।

কোম্পানীর প্রধান নির্বাহী শেখ আমিন উদ্দিন বলেন, আকিজ মোটরস আপনাদের কাছে আসতে পেরে সুভাগ্যবান। আমাদের গাড়ি গুলোর কোয়ালিটি খুবই ভালো। ছোট বড় সকল ধরনের ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ী রয়েছে। মটর গাড়ি বাজারজাত করার পাশাপাশি আকিজের রয়েছে ৬টি নিজস্ব সার্ভিস সেন্টার। উন্নত বিশ্বের মত উন্নতমানের গাড়ি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের গাড়িগুলোর পার্টস সহজে পাওয়া যায়। ভবিষ্যতে আমাদের ব্যান্ডে অরজিনাল পার্টস পাওয়া যাবে। আমাদের গাড়ীগুলোর তেল খরচ কম ও দ্রুত গতি সম্পন্ন।

তিনি ক্রেতা সাধারণের উদ্দেশ্যে বলেন, যখন আপনারা গাড়ি ক্রয় করবেন তখন আমাদের গাড়ীর সাথে তুলনা করে করবেন।

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী বলেন, দেশে কর্মসংস্থান সৃস্টি করতে হবে।আকিজ গ্রুপ একটি ব্যান্ডের নাম। আকিজ মটরস গাড়ীর ব্যবসা করার জন্য নানান সুযোগ সুবিধা দিচ্ছে। এ সুযোগ সুবিধাগুলো লুফে নিতে হবে।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল