২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামের ইটিপি স্থাপনে ৩ মাসের সময় বেধে দিয়েছে পরিবেশ অধিদফতর

-

বন্দর নগরী চট্টগ্রামের ৪৯টি সরকারি-বেসরকারি হাসপাতালে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি/ডব্লিউটিপি/এসটিপি) স্থাপনে ৩ মাসের সময় বেধে দিয়েছে পরিবেশ অধিদফতর। হাসপাতাল বর্জ্যের দুষণ হতে পরিবেশ ও জনসাধারণকে নিরাপদ রাখতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০৮ সালের বিধিমালায় চিকিৎসা-বর্জ্য বলতে মানবকূলের চিকিৎসা, প্রতিষেধক ব্যবস্থা, রোগ নির্ণয় বা রোগ সংক্রান্ত গবেষণার ফলশ্রুতিতে উৎপাদিত যে কোনো কঠিন, তরল, বায়বীয় ও তেজষ্ক্রিয় পদার্থ যা নির্গত, নিক্ষিপ্ত বা স্তুপীকৃত হয়ে পরিবেশের ক্ষতিকর পরিবর্তন সাধন করে এবং ব্যবহৃত পানি, পানের পিক, বমি, কফ, সাকশন করা তরল, পূজ, দেহরস, সিরাম, তরল রক্ত, গর্ভের পানি, তরল রাসায়নিক দ্রব্য, অব্যবহৃত তরল ঔষধ, ড্রেনেজ ব্যাগের তরল বর্জ্য ইত্যাদিকে হাসপাতালের তরল বর্জ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তরল বর্জ্যরে মানদণ্ড সম্পর্কে চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ এর ৬নং তফশিলে বলা হয়েছে, হাসপাতালে উৎপাদিত নির্গমণশীল তরল বজ্রের ক্ষেত্রে অনুমতিযোগ্য সীমা পিএইচ মাত্রা ৬.৩-৯.০,  ভাসমান কঠিন পদার্থ প্রতিলিটারে ১০০ মিলিগ্রাম, তেল ও চর্বিজাতীয় পদার্থ প্রতি লিটারে ১০ মিলিগ্রাম, বি ও ডি প্রতি লিটারে ৩০ মিলিগ্রাম, সি ও ডি প্রতি লিটারে ২৫০ মিলিগ্রাম এবং  জৈব নিরূপণ পরীক্ষার অনুমোদিত মাত্রার ক্ষেত্রে বলা হয়েছে ১০০% তরল বর্জ্য ব্যবহারের ৯৬ ঘন্টা পর ৯০% মাছ বেঁচে থাকবে।

সূত্র জানিয়েছে, ইতোমধ্যে চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালসহ তিনটি হাসপাতাল তরল বর্জ্য শোধনাগার স্থাপন করেছে এবং কার্যকর রয়েছে। সময় বেঁধে দেওয়া হাসপাতালগুলোর তরল বর্জ্য শোধনাগার স্থাপনে নির্গত তরলের পরিমানের উপর ভিত্তি করে ২০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ব্যয় হতে পারে বলে সূত্র জানায়।

চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ এর বিধি-৩ এর আলোকে গঠিত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নেতৃত্বাধীন কমিটি কর্তৃক গত ১ সেপ্টেম্বর ত্রৈমাসিক সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, কমিটির তৃতীয় সভার সিদ্ধান্তের আলোকে নগরীর ৪৯টি হাসপাতাল এখন পর্যন্ত তরল বর্জ্য শোধনাগার স্থাপন করেনি। ৪৯টি হাসপাতালের মধ্যে ৩টি সরকারি এবং বাকিগুলো বেসরকারি হাসপাতাল। সভায় এসব হাসপাতালকে ইটিপি স্থাপনে ৩ মাস সময় দেবার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের আলোকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এসব হাসপাতালকে তরল বর্জ্য শোধনাগার স্থাপন করে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়কে অবহিত করার জন্য জন্য বলা হয়েছে।

ইটিপি স্থাপনে সময়সীমা বেধে দেয়া হাসপাতালগুলো হলো, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সাউদার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পাঁচলাইশস্থ সার্জিস্কোপ হসপিটাল (ইউনিট-১), পাঁচলাইশস্থ কার্ডিকেয়ার হার্ট হসপিটাল প্রা: লি:, পাঁচলাইশ শিশু ও জেনারেল হাসপাতাল, ওআর নিজাম রোডের চট্টগ্রাম হেলথ পয়েন্ট হাসপাতাল, মেরিন সিটি মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতাল, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (ইউএসটিসি), ওআর নিজাম রোডের এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জাকির হোসেন রোডের হলিক্রিসেন্ট হসপিটাল লি:, লায়নস দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সার্সন রোডের মাউন্ট হাসপাতাল, হালিশহর জেনারেল হাসপাতাল (প্রা:) লি:, বড়পোলস্থ সিটি চক্ষু হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বন্দর হাসপাতাল, ওআর নিজাম রোডের শেভরণ স্পেশালাইজড হাসপাতাল, চট্টেশ্বরী রোডের কসমোপলিটন হাসপাতাল, পূর্ব নাসিরাবাদের আরাফ হাসপাতাল, সিমেন্ট ক্রসিংস্থ সিটি জেনারেল হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, ওআর নিজাম রোডের রয়েল মেডিকেল এন্ড রিচার্স ইনস্টিটিউট, লালখানবাজারস্থ মমতা নগর মাতৃসদন, চট্টগ্রাম শিশু হাসপাতাল প্রা: লি:, কাতালগঞ্জস্থ সার্জিস্কোপ হসপিটাল (ইউনিট-২), ল্যানসেট হাসপাতাল, সেন্ট্রাল সিটি হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আকবরশাহস্থ সার্জিকেয়ার হসপিটাল, ট্রিটমেন্ট হাসপাতাল(প্রা:) লি:, ওআর নিজাম রোডের মেডিক্যাল সেন্টার, মেহেদীবাগস্থ ন্যাশনাল হসপিটাল লি:, চট্টগ্রাম স্পেশালাইজড ট্রিটমেন্ট এন্ড ট্রমা সেন্টার (সিএসটিসি), প্রিমিয়ার হাসপাতাল, পাহাড়তলীস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, ডক্টরস হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, এএফসি হেলথ ফর্টিস স্কর্টস হার্ট ইনস্টিটিউট, আগ্রাবাদ এক্সেস রোডের মাদার এ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল, বিজিএমইএ হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, পাঠানটুলীস্থ মিডপয়েন্ট হাসপাতাল এ্যান্ড মেটারনিটি সেন্টার, এ কে খান মোড়স্থ আল আমিন হাসপাতাল, লায়ন্স জেনারেল হাসপাতাল, মা মনি হাসপাতাল, একুশে হাসপাতাল, সেবা হাসপাতাল, পিপলস হাসপাতাল, হলি হেলথ হাসপাতাল এ্যান্ড ওরিয়েন্টেশন ডায়াগনস্টিক সেন্টার।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক (উপ সচিব) মোহাম্মদ নুরুল্লাহ নুরী নয়া দিগন্তকে বলেন, চট্টগ্রামে প্রথমবারের মতো ৩টি হাসপাতাল ইটিপি স্থাপন করেছে এবং তা কার্যকর রয়েছে। তাই ওই তিনটি হাসপাতাল ছাড়া বাকি হাসপাতালগুলোকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ইটিপি/ডব্লিউটিপি/এসটিপি স্থাপন করে  চট্টগ্রামস্থ পরিবেশ অধিদফতরের গবেষণাগার হতে নির্গত তরল বর্জ্যের মানমাত্রা পরীক্ষার রিপোর্ট পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তরল বর্জ্য শোধনাগার স্থাপনে ব্যর্থ হাসপাতালের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল