২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মতলব উত্তরে যুবকদের স্বেচ্ছাশ্রমে মেঘনা ধনাগোদা বেড়ীবাঁধ রক্ষা

মতলব উত্তরে যুবকদের স্বেচ্ছাশ্রমে মেঘনা ধনাগোদা বেড়ীবাঁধ রক্ষা - ছবি : নয়া দিগন্ত

দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পটি চাঁদপুরের মতলব উত্তরে অবস্থিত। ১৭ হাজার ৫শ’ হেক্টর জমি নিয়ে ১৯৮৭-৮৮ অর্থ বছরে প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। এখানে রয়েছে ৬০.৬৪ কিলোমিটার বেড়িবাঁধ।

বেড়িবাঁধের কাচারীকান্দি এলাকায় হঠাৎ ভাঙন দেখা দিলে বাঁধ রক্ষার কয়েক শতাধিক যুবকের প্রাণপণ চেষ্টায় রক্ষা পায়। আতঙ্কিত হয়ে ৪ লক্ষাধিক বাঁধবাসী নির্ঘুম রাত কাটিয়েছে।

১৮ সেপেটম্বর শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন (কাচারীকান্দি) এলাকা দিয়ে মেঘনা নদী লাগোয়া মূল বাঁধে ভাঙন দেখা দেয়। অল্প সময়ের মধ্যে নদীর তীরবর্তী অংশের ২০০ মিটার অঞ্চল ভেঙে নদীতে বিলীন হতে থাকে।

পরে শতশত যুবক নিজ উদ্যোগে ৮/১০টি ট্রলি গাড়িতে করে জনতা বাজার, চরমাছুয়া এলাকায় বাঁধ রক্ষার কাজে প্রস্তুত করা কয়েক সহস্রাধিক জিউটেকের বালির বস্তা এনে বাঁধ রক্ষার কাজে নেমে পড়েন।

খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাস, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন, জেলা যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী সাখাওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) কাজী তোফায়েল হোসেন, প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল, কুমিল্লা) জহির উদ্দিন আহমেদসহ পাউবোর কর্মকর্তারা পরিদর্শন করেন।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, মতলব উত্তর জনতা বাজার এলাকায় ১৫০ মিটারে মেঘনার ভাঙন দেখা দিয়েছে । স্থানীয়রা কয়েক ঘণ্টার চেষ্টায় বাঁধ রক্ষা পায়। আমরা সার্বক্ষণিক কাজ তদারক করি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশিস দাস বলেন, খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে চলে যাই।এ লাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গভীর রাত পর্যন্ত বাধ রক্ষায় কাজ চলে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন মৃধা জানান, বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে খবর পেয়ে কয়েক জন পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে আসি।

জেলা যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী সাখাওয়াত হোসেন জানান, শনিবার রাত ৮টার দিকে হঠাৎ হইচই শুরু হলে আমরা লোকজন নিয়ে ঘটনাস্থলে চলে আসি। সেখানে এলাকার যুবক এবং বিভিন্ন জায়গা থেকে আগত যুবকদের নিয়ে বেড়িবাঁধ রক্ষায় আপ্রাণ চেষ্টা করি। স্থানীয় যুবকরা রাত ৩টা পর্যন্ত প্রাণপণ চেষ্টা করে বেড়িবাঁধ রক্ষায় কাজ করে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, এখানে পাঁচশত কোটি টাকার একটা ডিপিবি হবার কথা। এই ডিপিবি পাঁচ/ছয় বার বেটিং করে ঘষামাজা করে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অতিদ্রুত এই বেড়িবাঁধ সুরক্ষার জন্য ডিপিবির অন্তর্ভুক্ত পাঁচশত কোটি টাকার বরাদ্দ যেন অতি দ্রুত গতিতে বাস্তাবায়নের জন্য এর সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করেন সে আহ্বান জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল