২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মোজাম্বিকে নিখোঁজের ৫ দিন পরে মিলল বাঁশখালীর নুরুল ইসলামের লাশ

মোজাম্বিকে নিখোঁজের ৫ দিন পরে মিলল বাঁশখালীর নুরুল ইসলামের লাশ - ছবি : সংগৃহীত

আফ্রিকা মহাদেশের মোজাম্বিকে নিজস্ব দোকানে যাওয়ার সময় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর নুরুল ইসলাম (২৮) নামে এত তরুণ ব্যবসায়ী। নিখোঁজের পাঁচ দিন পরে বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় তার লাশ পাওয়া যায় জঙ্গলের মেঠোপথে।

সন্ত্রাসীদের হাতে নিহত নুরুল ইসলাম বাঁশখালী চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বলের মো: হোছাইনের বড় ছেলে। তিনি ছয় বছর আগে আফ্রিকার মোজাম্বিকের প্রভেন্সিয়াল ক্যাবদোলগাদু দিস্টিরিতু পালমায় যান এবং সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন (মুদি দোকান)।

একই এলাকায় বড় ভাইয়ের সাথে থাকা নুরুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলাম (২০) গতকাল বুধবার বিকেলে মোবাইলে বিষয়টি নিশ্চিত করে বলেন, একদল সন্ত্রাসী ওই এলাকায় তাণ্ডব চালায়। এসময় তার ভাই দোকানে আসার পথে তাদের রোষানলে পড়ে। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই খবরে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তার ভাইয়ের সন্ধান করে। পরে ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় তার লাশ পাওয়া যায়।

বাঁশখালী গ্রামের বাড়িতে নিহতের ছোটবোনের স্বামী মো: জাহেদ জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে নুরুল ইসলাম ছিলেন সবার বড়। বাড়ির বড় ছেলে সন্ত্রাসীদের হাতে খুন হওয়ায় বাড়িতে চলছে এখন শোকের মাতম।

এর আগে চলতি বছরের ৯ আগস্ট মোজাম্বিকে বাঁশখালীর চাম্বল ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিরখীলের আহমদ ছফার ছেলে মাহমুদুল ইসলাম (২৫) নামে আরো এক মুদি দোকানি সন্ত্রাসীদের হাতে খুন হয়েছিলেন। তারও মোজাম্বিকের মিয়ামদি এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ছিল।


আরো সংবাদ



premium cement
ইউরোপ ও কিরগিজস্তানগামী শ্রমিকদের বহির্গমন ছাড়পত্রে অনিয়ম চুয়েট বন্ধ ঘোষণা : ভিসি অফিসে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা এলএনজি ও সার আমদানিসহ ক্রয় কমিটিতে ৮ প্রস্তাব অনুমোদন মাহাথিরের ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু বৌভাতের অনুষ্ঠানে গিয়ে দুর্ঘটনা ফুটেছে কৃষ্ণচূড়া- জেগেছে রাঙা মঞ্জুরি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ জন গ্রেফতার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে উত্তরের ১২ উপজেলায় মানববন্ধন, সমাবেশ প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে : রিজভী উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্রের ধারা ক্ষুণ্ণ হবে : সিইসি

সকল