১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রাঙ্গামাটিতে পিসিআর ল্যাবের উদ্বোধন

রাঙ্গামাটিতে পিসিআর ল্যাবের উদ্বোধন - ছবি : নয়া দিগন্ত

সারাদেশে করোনা সংক্রমণ শুরুর দীর্ঘ ৫ মাস পর অবশেষে রাঙ্গামাটিতে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

বহস্পতিবার বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ ভবনে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী।

রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ প্রাঙ্গনে পিসিআর ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামনুনুর রশিদ, পুলিশ সুপার মো: আলমগীর কবির, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পিসিআর ল্যাব উদ্বোধনের পর সচিব পবণ চৌধুরী পিসিআর ল্যাবের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং এই পিসিআর ল্যাবের মাধ্যমে যাতে রাঙ্গামাটি জনগন সুযোগ- সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement