২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাবরী মসজিদের স্থলে মন্দির নির্মাণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

-

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত কওমি প্রজন্মের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সংগঠনের মুখপাত্র হাফেজ মুফতি এরশাদুল্লাহর সভাপতিত্বে ও মাও: আশরাফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত কওমি প্রজন্মের নেতা মুফতি নিয়ামুল ইসলাম, মুফতি জুবায়ের সাইফুল্লাহ, মুফতি নুরুল্লাহ আল মানসূর, হাফেজ মাও: কাজী সাইফুর রহমান মুন্না, মাও: এনামুল হাসান শহীদ বাড়িয়া, এইচ এম সৈয়দ কাসেম, মুফতি আব্দুল মোমেন মিছবাহ, আব্দুল হাকিম হাবিবি, নায়েমুল ইসলাম সাদেকী প্রমুখ।

বক্তারা বলেন, বাবরি মসজিদ মুসলমানদের ঐতিহ্য। এ মসজিদের স্থলে মন্দির নির্মাণে সারাবিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের উগ্রবাদী মোদি সরকারের এই কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে বাবরী মসজিদ রক্ষার জন্য লংমার্চ করার ঘোষণা দেন বক্তারা।


আরো সংবাদ



premium cement